বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা মুগদা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন ফৌজদারি কাযবিধির ১৬৪ ধারা মতে আসামি কোমল হোসেনের জবানবন্দি রেকর্ড করেন।
গত ১৭ এপ্রিল স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কোমল হোসেনকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ।
রাজধনীর দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি এলাকায় কোমল হোসেন স্ত্রী হাসিকে নিয়ে ভাড়া থাকতেন। তাদের দুজনেরই বাড়ি দিনাজপুরে। দুজনেরই এটি ছিলো দ্বিতীয় বিয়ে। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
গত বুধবার (১৭ এপ্রিল) সকালে স্বামী কোমল পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হাসিকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালাতে মৃত স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এমএআর/এমজেএফ