বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের আগাম জামিনের বিরুদ্ধে আমাদের আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এখন লিখিত আদেশ পেলে বুঝা যাবে আগাম জামিন নিয়ে নতুন কোনো গাইড লাইন দিবেন কি না আপিল বিভাগ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, বরকত উল্লাহ বুলু ওবিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনর বিরুদ্ধে করা নাশকতার বিভিন্ন মামলায় গত বছরের অক্টোবর মাসে হাইকোর্ট তাদের আগাম জামিন মঞ্জুর করেন।
এদিকে আশুলিয়ায় চাঁদাবাজির মামলায় ঐক্যফ্রন্টের ডা.জাফরুল্লাহ চৌধুরী এবং ব্যারিস্টার মইনুল হোসেনকে মানহানির মামলায় আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
ইএস/এমএ