ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক বিচারপতির ছেলের বিরুদ্ধে মামলা চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
সাবেক বিচারপতির ছেলের বিরুদ্ধে মামলা চলবে হাইকোর্ট/ফাইল ফটো

ঢাকা: আপিল বিভাগের সাবেক বিচারপতি ও  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মো. ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেনের (রাজ) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা বাতিলের আবেদনে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।  

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন (মানিক)। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী।  

পরে আমিন উদ্দিন মানিক জানান, মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে আগের দেওয়া স্থগিতাদেশ তুলে দিয়েছেন হাইকোর্ট। এখন বিচারিক আদালত মামলাটি চলতে আর কোনো বাধা নেই।  

মামলার ঘটনার বিবরণ থেকে উল্লেখ করে আমিন উদ্দিন আরও জানান, ডা. আফজাল হোসেন (রাজ) তার বাবা উপদেষ্টা থাকাকালীন ও তার অব্যাহতির পরে বিভিন্ন ব্যাংকে হিসাব খোলেন। তার বাবা ২০০৬ সালের ৩১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার পর বাবাকে দিয়ে আইন, ভূমি ও বন মন্ত্রণালয়গুলোর বিভিন্ন কর্মকর্তার বদলি বাণিজ্য করে ১০ কোটি ৬১ লাখ ১শ ৩১ টাকা লেনদেন করে। এর সময়কাল হলো ২০০৬ সালের নভেম্বর থেকে ২০০৭ সালের ডিসেম্বর পর‌্যন্ত। যার মধ্যে মিথ্যা তথ্য ও অসাধু উপায়ে অর্জিত ১ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৮শ ৭ টাকা সম্পদ করায় দুর্নীতি দমন কমিশন আইন দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত -১ এ বিচারাধীন।

পরে মামলা বাতিলে আবেদনের শুনানি নিয়ে ২০০৯ সালের ৯ আগস্ট হাইকোর্ট মামলাটি কেন বাতিল করা হবে না, সেই মর্মে জারি করেছিলেন। একইসঙ্গে স্থগিতাদেশও দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।