ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্বর্ণ পাচার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
স্বর্ণ পাচার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে স্বর্ণ পাচার মামলায় হাবিবুর রহমান (২৬) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে) ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান গাজীপুরের শ্রীপুরর মারতা গ্রামের বাবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্সের একটি প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক মিবানবন্দরে নামেন হাবিবুর। সেসময় ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ তার কাছে অবৈধ কোনো কিছু আছে কি-না জানতে চায়। তখন তিনি অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে পাচারের ৩৫টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা আছর উদ্দিন হাবিবুরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর বিমানবন্দর থানায় এ মামলাটি করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালের ১৭ এপ্রিল বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় একই বছরের ২৪ জুলাই ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এছাড়া আসামি নিজেও মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষ থেকে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ সালাহউদ্দিন হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।