ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী ইমতিয়াজ মাহমুদের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, মে ১৬, ২০১৯
আইনজীবী ইমতিয়াজ মাহমুদের জামিন আইনজীবী ইমতিয়াজ মাহমুদ

ঢাকা: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে জামিন দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।

বুধবার (১৬ মে) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে পাচঁশো টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নজরুল ইসলাম শামীম বাংলানিউজকে এ খবর নিশ্চত করেন।

বুধবার (১৫ মে) মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছিলেন।

ওই দিন সকালে বনানীর নিজ বাসা থেকে ২০১৭ সালে খাগড়াছড়ি সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করে বানানী থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।