বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারী এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারিত ছিল।
২০১৮ সালের ২০ মার্চ কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। পরে, সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত ও তার তিন বন্ধুকে আসামি করা হয়।
পুলিশ জানায়, নিহত মা-মেয়ের মধ্যে একজনকে কুপিয়ে ও আরেকজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গতবছর ২১ মার্চ রাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী থেকে সঞ্জিব চিরান, রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীণ সাংমা ও শুভ চিসিম ওরফে শান্তকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এমএআর/একে