ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রংপুর মেডিকেলের চিকিৎসককে হাইকোর্টে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
রংপুর মেডিকেলের চিকিৎসককে হাইকোর্টে তলব

ঢাকা: রংপুরের হারাগাছে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় মেডিকেল রিপোর্ট প্রস্তুতকারী রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. সোহেলী সুলতানাকে তলব করেছেন হাইকোর্ট।

ওই মামলার এক আসামির জামিন শুনানির সময় মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান রানা।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

পরে ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, বিলম্বে ওই কিশোরীর মেডিকেল রিপোর্ট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে ওই চিকিৎসককে ১০ জুলাই (বুধবার) আদালতে হাজির হতে বলা হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রংপুরের হারগাছ এলাকায় ১৫ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় ২ মার্চ কিশোরীর মা নিহারা বেগম থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৩ মার্চ সাকেরুল ইসলামসহ ২ জন গ্রেফতার হন।

কিন্তু কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ১ এপ্রিল দেন ওই চিকিৎসক। এদিকে গ্রেফতার এক আসামি সাকেরুল ইসলাম হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, কিশোরীর মেডিকেল রিপোর্টে জোরপূর্বক ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এ অবস্থায় আদালত মেডিকেল রিপোর্ট নিয়ে মঙ্গলবার হাইকোর্টে হাজির হতে মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) নির্দেশ দেন।

এ আদেশ অনুসারে তদন্ত কর্মকর্তা মেডিকেল রিপোর্ট নিয়ে হাইকোর্টে হাজির হন। এরপর এ আদেশ দেন বলে জানান মনিরুজ্জামান রানা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১৮,২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।