ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

১০৫ জন সহকারী অ্যাটর্নি-জেনারেল নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
১০৫ জন সহকারী অ্যাটর্নি-জেনারেল নিয়োগ

ঢাকা: সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (০৭ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।

আদেশে আরো বলা হয়, ২০১৭ সালের ১২ জুন ২৭ জন এবং ১৯ অক্টোবর ২৫ জন নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেল স্বপদে বহাল থাকবেন এবং আগের সব নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হলো।

আদেশটি দেখতে ক্লিক

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।