ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
না’গঞ্জে মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত মোরশেদ পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১০ জুলাই) জেলা যুগ্ম-দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোরশেদ আলম ওরফে মোরশেদুল হক গেঞ্জু (৩২) কক্সবাজার জেলার রামু থানার মণ্ডলপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বাংলানিউজকে জানান, আসামি মোরশেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মোরশেদ ইয়াবাসহ গ্রেফতার হবার পর থেকে জামিনে বের হতে পারেনি। আর সে কারণেই দ্রুততম সময়ে আমরা বিচারকাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ মোরশেদকে আটক করা হয়। এ সময় মোরশেদ কক্সবাজার থেকে বিভিন্ন এলাকায় মাদক চোরাচালান করে থাকে বলে স্বীকার করেন। জব্দ হওয়ার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।