এছাড়া জনস্বার্থে দুধের দূষণ পরীক্ষা ও গবেষণায় বিএসটিআই নিবন্ধিত দুধ কোম্পানিগুলোকে একটি তহবিল গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে মর্মে রুলও জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এসব কোম্পানির বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে, তার বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কয়েকটি কোম্পানির পাস্তুরিত দুধ বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বিসিএসআইআর, প্লাজমা প্লাস, ওয়াফেন রিসার্চ, পারমাণু শক্তি কমিশন ও আইসিডিডিআরবি’র ল্যাবে পরীক্ষা করে। এর মধ্যে কয়েকটি কোম্পানির দুধে শিসা ও ক্যাডমিয়াম পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
ইএস/জেডএস