ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
মানিকগঞ্জে গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড  দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকায় রুমানা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আব্দুল হাকিম, রমজান মিয়া, ফাইজুল ইসলাম ও এনামুল ইসলাম।

এদের মধ্যে আব্দুল হাকিম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রী রুমানাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে স্কুলের পাশের একটি পাটক্ষেতে পালাক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহত রুমানার চাচা কদম আলী বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।  

১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দুই জনকে খালাস দেওয়া হয়।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম নুরুল হুদা রুবেল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুজ্জামান হোসেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।