ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাবি ভিসির বাসায় হামলা: চার মামলার প্রতিবেদন ১৪ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
ঢাবি ভিসির বাসায় হামলা: চার মামলার প্রতিবেদন ১৪ নভেম্বর

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলা, গাড়ি পোড়ানোসহ চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করেননি।

তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী আগামী ১৪ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১৪ বারের মতো মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো।

গত বছর ১০ এপ্রিল কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা করে পুলিশ। তবে, কোনো মামলাতেই আসামির নামোল্লেখ করা হয়নি।  

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সময় ২০১৮ সালের ৮ এপ্রিল রাত ১টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত ভিসির বাসভবনের মূলগেট ভেঙে ফেলে এবং দেওয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তারা বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।