ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিক্ষার্থীদের দাবিতে সুপ্রিম কোর্ট বার সম্পাদকের সমর্থন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
শিক্ষার্থীদের দাবিতে সুপ্রিম কোর্ট বার সম্পাদকের সমর্থন সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িত সব খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
 

বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি মিলনাতায়নে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। পাশাপশি, বুয়েটের ছাত্র-ছাত্রীদের ঘোষিত আট দফার প্রতিও পূর্ণ সমর্থন জানান এ আইনজীবী।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আবরার ফাহাদের হত্যাকারীরাই হলো প্রকৃত জঙ্গি। এসব সন্ত্রাসী আইনের আওতায় আনতে হবে ও দ্রুত বিচারকাজ সম্পন্ন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সহ-সম্পাদক শরীফ ইউ আহমেদ ও সদস্য সৈয়দা শাহীন আরা লাইলী।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
ইএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।