ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ছাত্র-শিক্ষক রাজনীতি ও র‌্যাগিং বন্ধে হাইকোর্টে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ছাত্র-শিক্ষক রাজনীতি ও র‌্যাগিং বন্ধে হাইকোর্টে রিট

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি ও র‌্যাগিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

একই সঙ্গে আবরার ফাহাদের পিতা-মাতাকে যথাযথ ক্ষতিপূরণ দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বুয়েটসহ সারাদেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিতে আর্জি জানানো হয়েছে।

পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে ভিসি-শিক্ষক নিয়োগ বন্ধে এবং সব শিক্ষা-প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।  

পড়ুন>>ঔষধ প্রশাসনের চাকরিতে সেই ২ কর্মকর্তার নিষেধাজ্ঞা বহাল

রোববার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

তিনি জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে এ রিটটি উপস্থাপন করা হবে।

আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে চেয়ারপারসনকে বিবাদী করা হয়েছে।

অন্তর্বতীকালীন আদেশের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের রাজনীতি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অসাংবিধানিক হবে না, বিশ্ববিদ্যালয়সসহ সব শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পদেক্ষপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, দেশের সব বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে ভিসি-শিক্ষক নিয়োগ বন্ধে এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং র‌্যাগিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।