ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভিকারুননিসায় গভর্নিং বডির নির্বাচনে বাধা কাটলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ভিকারুননিসায় গভর্নিং বডির নির্বাচনে বাধা কাটলো

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের উপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন আদালত। ফলে এ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকলো না। 

বৃহস্পতিবার (২৪ অ‌ক্টোবর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি এ নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার কল্যাণ কুমার সাহা।

আর এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।  

‌ভোটার তা‌লিকায় ত্রু‌টি থাকার অ‌ভি‌যো‌গে এক অ‌ভিভাব‌কের করা আ‌বেদ‌নের পরিপ্রে‌ক্ষি‌তে বুধবার (২৩ অক্টোবর) একই আদালত নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।  

শুক্রবার (২৫ অক্টোবর) ভিকারুননিসার চার শাখায় একযোগে গভ‌র্নিং ব‌ডির নির্বাচনে ভোটগ্রহ‌ণের কথা রয়েছে।

ভো‌টের মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখা থে‌কে অ‌ভিভাবক প্রতিনিধিরা নির্বা‌চিত হ‌বেন। এছাড়া একই দি‌নে তিনজন শিক্ষক প্র‌তি‌নি‌ধি নির্বাচ‌নের কথাও র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।