বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সন্ত্রাসীবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তিনি এ জবানবন্দি দেন। মামলায় অন্য আসামিদের জবানবন্দি নিচ্ছেন আদালত।
আসামি জাহাঙ্গীর আদালতকে বলেন, ২০১৬ সালের ১ জুলাই সকাল ১০টা পর্যন্ত আমি তামিম চৌধুরীর বাসায় ছিলাম। এরপর সেখান থেকে সিরাজগঞ্জ চলে যাই। সন্ধ্যা ৭টায় তামিম আমাকে ফোন দিয়ে বলে, ভাইদের জন্য দোয়া করবেন।
২০১৬ সালের ১০ জুলাই রাজধানীর কল্যাণপুরে কাউন্টার টেরোরিজম সদস্যদের হাতে জাহাঙ্গীর গ্রেফতার হয় বলে সে জবানবন্দিতে জানায়।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কেআই/জেডএস