ঢাকার বায়ুদূষণ নিয়ে মামলার শুনানিতে বুধবার (১১ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এমন সতর্কবার্তা দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, গত বছর মৌসুম আসার আগেই দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ডেকে সতর্ক করা হয়েছিল যেন মশকনিধন সঠিকভাবে করেন ডেঙ্গুর প্রার্দুভাব থেকে রক্ষার জন্য। সেটাতো হয়নি। পরে ডেঙ্গুর অস্থির অবস্থা জাতি লক্ষ্য করেছে।
আরও পড়ুন>> মোবাইল কোর্টে শিশুদের দণ্ড দেওয়া অবৈধ: হাইকোর্ট
তিনি বলেন, আদালত দুই সিটির আইনজীবীকে সতর্ক করে উল্লেখ করেছেন, ‘ইতোমধ্যে বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত। এই ঘণবসতিপূর্ণ ঢাকা শহরে যদি কোনোভাবে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রার্দুভাব শুরু হয়, তখন কিন্তু মানুষের শেষ জায়গাটিও থাকবে না। সতর্ক হন। মশানিধনে মনোযোগী হন। ডেঙ্গু প্রতিরোধে যা যা করার দরকার, তাই করেন। জরুরি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন আদালত।
আব্দুল্লাহ আল মাহমুদ আরও বলেন, ঢাকায় বায়ুদূষণ মামলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন পৃথকভাবে তাদের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে। আদালত সেটি পর্যালোচনা করে সিটি করপোরেশনের সর্বশেষ পানি ছিটানোর পদ্ধতি এবং অগ্রগতির বিষয়ে সন্তুষ্ট হতে পারেননি।
এর আগে গত ০২ ফেব্রুয়ারি পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরে একমাসের মধ্যে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করতে জনপ্রশাসন মন্ত্রণায়লকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত বায়ুদূষণ রোধে বিশেষজ্ঞ মতামত এবং উচ্চতর কমিটির সুপারিশ নিয়ে একটি সমন্বিত কার্যক্রম তৈরি করে ১০ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দেন।
সে নির্দেশনা অনুযায়ী, বুধবার আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করে পরিবেশ অধিদপ্তর।
পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ বা পদায়নের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণায়লয়ের প্রতিবেদনে বলা হয়, পরিবেশ অধিদপ্তরে চারজন ম্যাজিস্ট্রেটকে বদলি বা পদায়ন করা হয়েছে।
আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ২৯ মার্চ দিন রেখেছেন।
এরও আগে ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে গত বছরের ২১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ওই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দিয়েছিলেন।
পরে রাজধানীতে বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আবেদন করা হয়। সে আবেদনের আদেশের ধারাবাহিকতায় এ আদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ইএস/টিএ