ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

২৫ এপ্রিল পর্যন্ত আদালতে সাধারণ ছুটি: সুপ্রিম কোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
২৫ এপ্রিল পর্যন্ত আদালতে সাধারণ ছুটি: সুপ্রিম কোর্ট

ঢাকা: দেশব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতেও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে।  

প্রধান বিচারপতি আদেশে  শনিবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন।

এতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ, ১ এপ্রিল এবং ৫ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ১০ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ হতে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের ২৪ মার্চ এবং ১ ও ৬ এপ্রিলের বিজ্ঞপ্তিতে ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ হতে ২৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।  

আগামী ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও সাধারণ ছুটির সঙ্গে সংযুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।