আরও পৌঁছেছেন ঢাকার সিভিল সার্জন এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এরমধ্যে শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সিভিল সার্জন পৌঁছেন কারাগারে।
পরে রাত ১০টা ৫২ মিনিটে কারাগারে গিয়ে পৌঁছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।
এদিকে, জানা গেছে, ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। জ্বলছে আলো। কারা ফটকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। অতিরিক্ত পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে এখানে। রয়েছেন কারারক্ষীরাও।
রাতে কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি রাত ১২টার পরে যেকোনো সময় কার্যকর করা হবে।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
টিএ