ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে ভার্চ্যুয়াল কোর্টে ২৫ শুনানি, ৯ জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ১৭, ২০২০
না’গঞ্জে ভার্চ্যুয়াল কোর্টে ২৫ শুনানি, ৯ জামিন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দুই ভার্চ্যুয়াল আদালতে ২৫টি মামলার শুনানি হয়েছে। যার মধ্যে বিভিন্ন মামলায় ৯ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

রোববার (১৭ মে) আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে ২৪টি মামলা তালিকায় ছিল সেখান থেকে ১৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। যুক্ত হতে না পারায় ৭টি মামলার শুনানি হয়নি।

১৭ টি মামলার মধ্যে ৯ টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হলে সেখানে ৯টি জামিন মঞ্জুর করেছেন বিচারক। এ ছাড়া বাকি আট মামলা নিয়মিত আদালত বসলে সেখানে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে ৮টি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। সেখানেও সবগুলো মামলায় জামিন নামঞ্জুর করেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।