ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনায় আরেক আইনজীবীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২০
করোনায় আরেক আইনজীবীর মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক (৬৭) না‌মে আ‌রেক আইনজীবীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহে রাজিউন)। তি‌নি সুপ্রিম কোর্ট আইনজীবী স‌মি‌তির সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য ছিলেন।

রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বাসিন্দা আবু বকর সি‌দ্দিক মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম বাংলানিউজকে এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বাদ আছর মহুমের জানাজার নামাজ শেষে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শহীদ বু‌দ্ধিজীবী কবরস্থা‌নে সমা‌হিত করা হবে।  

এদিকে, আইনজীবী আবু বকর সি‌দ্দি‌কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।