সোমবার (২৯ জুন) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হাসপাতালগুলোকে অনুরোধ করা হয়।
ছয়টি হাসপাতাল হলো- হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, উত্তরার ইস্ট-ওয়েস্ট হাসপাতাল, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও বারডেম জেনারেল হাসপাতাল।
এর আগে গত ২১ জুন সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত আবেদনে এই ছয়টি হাসপাতালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা চাওয়া হয়।
আবেদন জানিয়ে বলা হয়, করোনার প্রকোপ বাড়ার পরিপ্রেক্ষিতে এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২৫ হাজার সদস্যের জন্য টেস্ট করার কোনো সুবিধা নেই। অথচ অনেক আইনজীবী এর মধ্যে সপরিবারে আক্রান্ত এবং কয়েকজন মারাও গেছেন।
তাই কোভিড-১৯ আক্রান্ত ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।
এক সপ্তাহের ব্যবধানে সেই আবেদন মঞ্জুর হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
কেআই/এএ