নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নিয়মিত কোর্ট চালুর দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা আদালতপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আইনজীবীরা অনেকেই ভার্চ্যুয়াল আদালতে অংশ নিতে পারছেন না।
আবার এ আদালতে অনেক আসামির জামিন হচ্ছে না। এর মধ্যে অনেকের মামলা নিয়মিত আদালত চালুর অপেক্ষায় আটকে রয়েছে। এ ছাড়া আইনজীবীরাও মামলা নিয়ে বিপাকে রয়েছেন নিয়মিত আদালত চালু না হওয়ায়।
এতে জেলার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক আইনজীবী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।