ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. এনামুল হকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. এনামুল হকের মৃত্যু এনামুল হক

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. এনামুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর একটি হাসপাতালে রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহেরুল ইসলাম।

এনামুল হক ওই ফোরামের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আইনজীবী তাহেরুল ইসলাম জানান, চলতি মাসের প্রথম দিকে তার করোনা শনাক্ত হয়। গত দুই সপ্তাহ আগে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে প্লাজমাও দেওয়া হয়। কিন্তু অক্সিজেন ওঠানামা করে। অবশেষে রোববার সকালে তিনি মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আজই তাকে নওগাঁতে নিয়ে যাওয়া হচ্ছে।

এনামুল হক গত নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এছাড়া ১৯৬৯ সালে জন্ম নেওয়া এ আইনজীবী ২০২০-২০২১ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থকদের প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।