ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রিজেন্টের ৮ জন ২ দিনের রিমান্ডে 

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
রিজেন্টের ৮ জন ২ দিনের রিমান্ডে 

ঢাকা: করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের অ্যাডমিন, টেকনোলজিস্টসহ আটজনকে দু’দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  

রোববার (১৬ আগস্ট) তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় র‌্যাব।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব, এক্সরে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান, মেডিক্যাল টেকনলজিস্ট হাতিম আলী, হেড অফিসের অ্যাডমিন রাকিবুল ইসলাম, এইচআর অ্যাডমিন অমিত বণিক, ড্রাইভার আব্দুস সালাম, এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশিদ খান ও মিজানুর রহমান জুয়েল।  

মিজান ছাড়া বাকিদের গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের সময় আটক করে র‌্যাব। এরপর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।  

সেই মামলায় ৮ জুলাই তাদের ৫ দিন করে রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষে গত ১৪ জুলাই তাদের কারাগারে পাঠানো হয়েছে। সেই থেকে তারা কারাগারেই আছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।