ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ...

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আইন কর্মকর্তারা।

জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে আইন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিতি ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির, নব নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর,  ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, প্রতিকার চাকমা, আমিনুর রহমান চৌধুরী টিকু, এস এম গোলাম মোস্তফা, এনামুল হক মোল্লা, এ কে এম আমিন উদ্দিন, আসাদুজ্জামান মনির, তাহিরুল ইসলাম, আশরাফুল হক জর্জ,  গিয়াস উদ্দিন আহাম্মদ, শাহীন আহমেদ খান, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, কাজী শামসুন নাহারা কনা ও ফরিদা পারভীন ফ্লোরা প্রমুখ।

গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।

এতে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসারস অর্ডার, ১৯৭২ (পি ও নম্বর ৬ অব ১৯৭২) এর অনুচ্ছেদ ৩(২) অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এস এম মুনীর। ২০১৫ সালের ২০ ডিসেম্বর তিনি জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরমধ্যে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।