ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলায় দিনাজপুরে ১ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
হত্যা মামলায় দিনাজপুরে ১ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

দিনাজপুর: পারিবারিক দ্বন্দ্বের কারণে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-০২ আনোয়ারুল হক এ রায় দেন। এছাড়াও এ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়।

ফাঁসির আসামিরা হলেন- জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট গরুহাটি এলাকার মৃত আফিজুল টিকরীর ছেলে আক্কাছ আলী ওরফে আলতু।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- বোচাগঞ্জ উপজেলার ধনতলা দফাদারপাড়ার মৃত নেফাজ উদ্দীনের ছেলে রিয়াজুল ইসলাম রওফে মশা ও একই উপজেলার মুর্শিদহাট হাজীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সোহেল।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তি ও আটক আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২০১২ সালের ১৪ জুলাই বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট এলাকার আব্দুর রহমানের ছেলে মশিউর রহমান জেন্টেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন ১৫ জুলাই মৃতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার চলাকালীন সময়ে মামলার এক আসামি মারা যান। রোববার দুপুরে বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপরদিকে, এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার রেজাউল ইসলাম, রুবেল ও রুমানা আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মেহেরুল ইসলাম ও বাদী পক্ষে ছিলেন ইমামুল হক।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।