ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এসি বিস্ফোরণ: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের রিট করবেন তৈমুর 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
এসি বিস্ফোরণ: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের রিট করবেন তৈমুর 

ঢাকা: নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট করে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে তিনি এ তথ্য জানান।

৪ সেপ্টেম্বর, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন দগ্ধ ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার বলেন, এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আজ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে উপস্থাপন করেছি। প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা জারির আর্জি জানিয়েছিলাম। আদালত বলেছেন, এ সমস্ত পত্রিকার খবর যুক্ত করে আবেদন আকারে দাখিল করতে। আগামীকাল এসব প্রতিবেদন যুক্ত করে রিট করবো।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।