মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে যুবলীগ নেতা রাসেল হাওলাদারের ওপর হামলার ঘটনায় পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে রাসেলের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় এজাহার দায়ের করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত রোববার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামে একটি আলোচনা সভায় অংশ নেন পৌর যুবলীগ নেতা রাসেল হাওলাদারসহ বেশ কয়েকজন। পরে সেখানে গিয়ে পৌর মেয়র এনায়েত হোসেনসহ ৮ জন অতর্কিত হামলা চালায়। এতে যুবলীগ নেতা রাসেল ও ফরিদ বয়াতী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাসলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, যুবলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় পৌর মেয়র এনায়েত হোসেনসহ আটজনের নামে থানায় মামলা হয়েছে। পৌর মেয়র মামলার ২ নম্বর আসামি। আসামি ধরার ব্যাপারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
এনটি