ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সওজ’র সাবেক প্রধান প্রকৌশলী দম্পতিকে বিদেশ যেতে বাধা নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
সওজ’র সাবেক প্রধান প্রকৌশলী দম্পতিকে বিদেশ যেতে বাধা নয়

ঢাকা: সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী মো. জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশ যাওয়ার ওপর দুদকের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন হাইকোর্ট।
 
তাদের করা পাঁচটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।


 
জাওয়েদ আলমের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন, এআরএম কামরুজ্জামান কাকন ও মো. সাজিবুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
 
পরে ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন জানান, আদালত বিদেশযাত্রা সংক্রান্ত আদেশ দিয়েছেন। একই সঙ্গে বিদেশ থেকে তিন মাস পরে ফিরে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

এছাড়া দুদকের জব্দ করা তাদের দু’জনের স্থাবর সম্পত্তি ও ফ্রিজ করা ব্যাংক হিসাবের মধ্যে যে অ্যাকাউন্টে মো. জাওয়েদ আলম পেনশনের টাকা প্রাপ্ত হবেন তা অবমুক্ত করতে নির্দেশ দিয়েছেন।
 
জাওয়েদ আলম দম্পতির সম্পদের হিসাব চেয়ে ২০১৮ সালের ২০ জুন এবং ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি দু’দফা নোটিশ দেয় দুদক। জাওয়েদ আলম দম্পতি সম্পদের হিসাব বিবরণী দাখিলও করেন। তবে দুদক গত জানুয়ারিতে তাদের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর দুদকের আবেদনে গত ২৭ জানুয়ারি স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেয় ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। এসব বিষয়ে হাইকোর্টে পাঁচটি আবেদন করেন জাওয়েদ আলম দম্পতি।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।