ঢাকা: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা সংক্রান্ত দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রাব্বানী দীপা।
শাহাদাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও মাহবুব শফিক।
পরে খুরশীদ আলম খান বলেন, গত ২৭ আগস্ট পাবনার আদালত তাকে দুই মামলায় জামিন দিয়েছেন। দুদক এ জামিনাদেশের বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলের আবেদন করে। গত রোববার এক মামলায় জামিন বাতিল প্রশ্নে রুল দিয়েছেন। সোমবার অপর মামলায় দুই সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্ট।
গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় এ ঠিকাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরও পড়ুন...
জামিনে মুক্ত হলেন রূপপুর বালিশকাণ্ডের আলোচিত ঠিকাদার শাহাদাত
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
ইএস/আরবি/