ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গাইবান্ধায় মাদক মামলায় একব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
গাইবান্ধায় মাদক মামলায় একব্যক্তির কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধায় মাদক মামলায় আব্দুর রশিদ প্রধান নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ প্রধান জেলার সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের মৃত আইয়ুব হোসেনের ছেলে।

আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৮ সালে ইয়াবা বিক্রির সময় আব্দুর রশিদকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।