ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি গবেষণামূলক স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
শনিবার (০৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ২ অক্টোবর শুক্রবার ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো.খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম অংশ নেন।
সভার শুরতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কমিটি। কমিটির সভাপতি ও সদস্যরা বলেন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সভায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি গবেষণামূলক স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মোহাম্মদ সাইফুর রহমান।
১২ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ে নীতি নির্ধারণী দিক-নির্দেশনা দেওয়া এবং অনুষ্ঠানসমূহের সার্বিক তত্ত্বাবধানের জন্য প্রধান বিচারপতির সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
ইএস/এইচএডি