বগুড়া: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে আলী আজগর সভাপতি, মোজাম্মেল হক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৩ অক্টোবর) বিকেলে বগুড়া জজ কোর্ট এলাকায় গওহর আলী বার ভবনে ভোট গণনা শেষ হয়।
নির্বাচনে আলী আজগর ১৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী শেখ মকলেছুর রহমান পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দুই প্রার্থী শারদুল হক ৭৩ ও এস এম মাসুদার রহমান স্বপন ২৩ ভোট পেয়েছেন। এছাড়াও অনান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সুফিয়া বেগম কহিনুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন লিটন ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতিক।
সংগঠনের নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল বাছেদ বাংলানিউজকে জানান, শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বগুড়া গওহর আলী বার ভবনে ভোট গ্রহণ করা হয়। ২৮৪ জন সদস্যের মধ্যে ২৬৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া আয়োজিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট বাসেদ এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার কায়ছার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বগুড়া পৌর মেয়র অ্যাডভাকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সুপ্রিম র্কোট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মনিরুজ্জামান মনিরসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ০৫৩৩ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
কেইউএ/এসআইএস