ঢাকা: সাভারের আশুলিয়ায় গৃহবধূকে গণধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন দুই আসামি। এ মামলায় গ্রেফতার আরও তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১০ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।
এই ঘটনায় গ্রেফতার ৫ আসামিকে শনিবার আদালতে হাজির করা হয়। এ সময় সাইফুল ইসলাম (১৮) ও পাপ্পু সাহা (১৯) স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক রাশিদ হাসান। একই সঙ্গে মামলার অপর তিন আসামি— মিলন (২২), জ্যোতির্ময় সাহা (১৯) ও অন্তরকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন করেন তিনি।
শুনানি শেষে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সাইফুল ও পাপ্পুর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। অপরদিকে মিলন, জ্যোতির্ময় ও অন্তরকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত।
গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে আশুলিয়ার রোস্তমপুর এলাকা থেকে এই পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— রাজশাহী জেলার রাজাপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (১৮), আশুলিয়া রোস্তমপুর এলাকার কৃষ্ণসাহার ছেলে পাপ্পু সাহা (১৯), একই এলাকার মনোরঞ্জন সাহার ছেলে মিলন (২২), সনাতন সাহার ছেলে জ্যোতির্ময় সাহা (১৯) এবং অদম সরকারের ছেলে অন্তর (২০)।
পুলিশ জানায়, পূর্ব পরিচিত যুবক সাইফুল ভুক্তভোগী গৃহবধূর কাছে কিছু টাকা ধার চান এবং সেই টাকা দেওয়ার জন্য তাকে আশুলিয়ায় আসতে বলেন। কথা মতো গত ২৪ সেপ্টেম্বর ওই গৃহবধূ মিরপুর থেকে সেই টাকা দেওয়ার জন্য আশুলিয়ার রুস্তমপুরে যান। পরে সাইফুল গৃহবধূকে ওই এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে সাত বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এ বিষয়ে ভুক্তভোগী আশুলিয়া থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ করলে সেদিনই রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
কেআই/এমজেএফ