ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিনহা হত্যা

রুবেল শর্মার ফের ৪ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
রুবেল শর্মার ফের ৪ দিনের রিমান্ড অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান

কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ‘প্রধান’ সহযোগী কনস্টেবল রুবেল শর্মার ফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুর করেন।



মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামের আটদিনের রিমান্ড আবেদন করলে  দ্বিতীয় দফায় পাঁচদিনের  রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ খায়রুল ইসলাম জানান, রুবেল শর্মার সাতদিনের রিমান্ড শেষে আরও আটদিনের রিমান্ডের জন্য আবেদন করা হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, রিমান্ডে রুবেল শর্মার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও তথ্যের জন্য তাকে অধিক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সিনহা হত্যা মামলা ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসাবে সংযুক্ত হয় রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।  
কথিত আছে, সাবেক কনস্টেবল রুবেল শর্মা কারাগারে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।

গত ৩১ আগস্ট রাতে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নিহত হন। এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসবি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।