রংপুর: রংপুরে চাঞ্চল্যকর নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের মামলার মূল হোতা ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাহেনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, বিকেল পৌনে ৫টার দিকে রংপুর কেরানী পাড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে তাকে হারাগাছ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক স্নিগ্ধা রানির আদালতে নেওয়া হয়। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সাইফুল ইসলাম অধিকতর তদন্তের সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আগামী ৪ নভেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এসময়, রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের বলেন, এএসআই রাহেনুলের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছেনা। বিচারক আগামী ৪ নভেম্বর রিমান্ড আবেদন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। রিমান্ড শেষে আরও বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এনটি