মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় বাল্যবিয়ের অপরাধে বরের ৬ মাসের কারাদণ্ড ও কনের মায়ের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, শালিখার ছান্দড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার মেয়ে ও ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী পলি খাতুনের (১৩) বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ওই গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় বিয়ে করতে আসা বর যশোর জেলার আরএন রোডের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জুয়েলকে (৩১) ঘটনাস্থল থেকে আটক করে আদালত। এসময় তাকে বাল্যবিয়ের অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের মা নার্গিস বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বাস্তবতা দেখতে পান। বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ২০১৭ সালের আইন অনুযায়ী উভয় পক্ষকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
আরএ