ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পেলেন কবি হেনরি স্বপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
ডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পেলেন কবি হেনরি স্বপন কবি হেনরি স্বপন

ঢাকা: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন বরিশালের কবি হেনরী স্বপন।  

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

 

এই মামলার অপর দুই আসামি আলফ্রেড সরকার ও জুয়েল সরকারও এদিন জামিন পেয়েছেন।  

২০২১ সালের ২২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ আদালতের পেশকার শামীম আল মামুন এই তথ্য জানান।

২০১৯ সালের ১৪ মে কোতয়ালী থানায় বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স লাকা ভেলি গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯, ও ৩১ ধারায় কবি হেনরী স্বপনসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার পর ওইদিনই তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পান হেনরি স্বপন।  

মামলায় অভিযোগ করা হয়, কবি হেনরী স্বপন শ্রীলঙ্কায় গির্জায় হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের সূত্র ধরেই তার বিরুদ্ধে এই মামলা হয়।

চলতি বছর ২৯ ফেব্রুয়ারি এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বরিশাল কোতয়ালী থানার উপ-পরিদর্শক আল মামুন।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
কেআই/আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।