ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে ৪ কোচিং সেন্টারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
কিশোরগঞ্জে ৪ কোচিং সেন্টারকে জরিমানা

কিশোরগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালু রাখায় কিশোরগঞ্জের চার কোচিং সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৯ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন-জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নাদিরুজ্জামান ও জেলা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অবৈধভাবে কোচিং সেন্টারগুলো চালু রাখা হয়েছিল। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসায় সোমবার (৯ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় জেলা শহরের উল্লাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার, কনফিডেন্স কোচিং সেন্টার, আইসিটি প্রাইভেট প্রোগ্রাম ও ব্রাইটন কোচিং সেন্টারকে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কোচিং সেন্টার চারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।