ঢাকা: ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার (১৬ নভেম্বর) আদালত চলাকালে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ঘটনার সময় মামলার কার্যক্রম পরিচালনা করছিলেন। হঠাৎ বিকেল পৌনে ৫ টার দিকে বিকট শব্দ হয়। এতে পুরো এজলাস কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে এ আগুনের সূত্রপাত।
এদিকে আগুন লাগার পর এজলাস থেকে নথি সরানো হচ্ছে। এগুলো ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
কেআই/ওএইচ/