ঢাকা: ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরআগে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোজিনা আক্তার বলেন, বিকেল পৌনে ৫টার পর আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতি বিষয়ে পরে অনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ঘটনার সময় মামলার কার্যক্রম পরিচালনা করছিলেন। হঠাৎ বিকেল পৌনে ৫ টার দিকে বিকট শব্দ হয়। এতে পুরো এজলাস কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে এ আগুনের সূত্রপাত।
** ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
কেআই/ওএইচ/