ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নলডাঙ্গায় সারের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
নলডাঙ্গায় সারের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা প্রতীকী ছবি

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষকদের কাছ থেকে রাসায়নিক সারের দাম বেশি নেওয়ায় দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযুক্তরা হলেন- মের্সাস মণ্ডল অ্যান্ড কোং এর আরিফুল ইসলাম ও ভাই ভাই এন্টারপ্রাইজের আশরাফুল ইসলাম।

নলডাঙ্গা ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুই সার ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে নলডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলামকে ১০ টাকা করে জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।