ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্হিগমন টার্মিনাল এলাকা থেকে বাঘের হাড়সহ গ্রেফতার চীনা নাগরিক শু শাংজিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন।
গত ১০ মার্চ রাত ১১টার সময় বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ৬ নম্বর গেটের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন শাংজি। এ সময় তাকে আর্মড পুলিশ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে তল্লাশি করে চারটি বাঘের হাড় পাওয়া যায়। দু’টি টি-ব্যাগ জোড়া লাগিয়ে টি-ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।
জিজ্ঞাসাবাদে শাংজি জানান, মনসুর আলী নামে এক ব্যক্তির কাছ থেকে সে হাড়গুলো সংগ্রহ করেছে চীনে নিয়ে যেতে। তার সঙ্গে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মুদ্রা ছিল।
এ ঘটনায় বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
কেআই/ওএইচ/