ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আইন ও আদালত

নিম্ন আদালতের মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, মার্চ ২১, ২০২১
নিম্ন আদালতের মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

ঢাকা: দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মোট মামলার সংখ্যার বিবরণী চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার (২১ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

১০ দিনের মধ্যে ছক অনুযায়ী মামলার পূর্ণাঙ্গ বিবরণী সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্তন আদালতের মামলার পরিসংখ্যান ও তথ্য সংবলিত জুডিসিয়াল ড্যাশবোর্ড প্রস্তুত করা হয়েছে। এ ড্যাশবোর্ডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে।

এমতাবস্থায় আদালত/ট্রাইব্যুনালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলার সংখ্যার বিবরণী এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারাধীন মোট মামলার একটি পূর্ণাঙ্গ বিবরণী ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।