ঢাকা: দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মোট মামলার সংখ্যার বিবরণী চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার (২১ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্তন আদালতের মামলার পরিসংখ্যান ও তথ্য সংবলিত জুডিসিয়াল ড্যাশবোর্ড প্রস্তুত করা হয়েছে। এ ড্যাশবোর্ডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে।
এমতাবস্থায় আদালত/ট্রাইব্যুনালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলার সংখ্যার বিবরণী এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারাধীন মোট মামলার একটি পূর্ণাঙ্গ বিবরণী ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ইএস/আরআইএস