ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
১০ মার্চ সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির ভাষ্যমতে, রাষ্ট্রপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্যের দাখিল করা পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এটি তার পদত্যাগের তারিখ থেকে কার্যকর হবে।
গত ২১ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে দেবাশীষ ভট্টাচার্য্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্য্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেন দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
ওই ৭০ জনের মধ্যে দেবাশীষ ভট্টাচার্য্যও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
ইএস/এমজেএফ