ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবৈধ সম্পর্কের জেরে খুন: প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
অবৈধ সম্পর্কের জেরে খুন: প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: প্রায় ১০ বছর আগে ঢাকার ধামরাই থানা এলাকায় অবৈধ সম্পর্কের জেরে সোহেল নামে এক ব্যক্তিকে খুনের মামলায় প্রেমিকা শিল্পী আক্তারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২৪ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, আব্দুল মজিদ, নুর আলম এবং সুমন।

আসামিদের মধে প্রথম তিনজন আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অপর দু’জন পলাতক। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন।

সংশ্লিষ্ট আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর শাকিলা জিয়াছমিন (মিতু) এ তথ্য জানান।

তিনি বলেন, শিল্পীর স্বামী সৌদি আরবে থাকতো। সে সুযোগে শিল্পীর সঙ্গে সোহেলের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্য আসামিরাও শিল্পীকে পছন্দ করতো। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সোহেলকে বাড়িতে ডেকে আনে শিল্পী। এরপর আসামিরা সবাই মিলে সোহেলকে খুন করে।

শাকিলা জিয়াছমিন (মিতু) বলেন, সোহেলকে খুনের ঘটনায় তার ভাই রকিবুল ইসলাম ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে।  

এরপর আদালত চার্জ গঠন করে আসামিদের বিচার শুরু করেন। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।