ঢাকা: করোনা ভাইরাস মহামারির বিস্তার রোধে চলাচলে গত ৫ এপ্রিল থেকে সাতদিনের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য গঠন করা নির্ধারিত চারটি বেঞ্চের কার্যক্রম অব্যাহত থাকবে।
সোমবার (১২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই চার বেঞ্চের বিচারকাজ ভার্চ্যুয়ালি অব্যাহত থাকবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
এ বিষয়ে ১১ এপ্রিল দেওয়া প্রধান বিচারপতির আদেশে বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১২ এপ্রিল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। ’
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ জরুরি রিট মোশন গ্রহণ করবেন।
জরুরি সব ধরনের দেওয়ানী মোশন গ্রহণ করবেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের দ্বৈত বেঞ্চ।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ জরুরি ফৌজদারি মোশন গ্রহণ করবেন।
এছাড়া বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত আবেদনপত্র শুনানির জন্য গ্রহণ করবেন।
**সপ্তাহে ৩ দিন চলবে ভার্চ্যুয়াল আপিল বিভাগ
**রমজানে আদালতের সময়সূচি নির্ধারণ
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
ইএস/এএ