ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডাক্তার–পুলিশ বাদানুবাদ: আইনজীবীর আবেদন আমলে নেননি আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
ডাক্তার–পুলিশ বাদানুবাদ: আইনজীবীর আবেদন আমলে নেননি আদালত

ঢাকা: সরকারঘোষিত কঠোর লকডাউনে রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাদানুবাদের ঘটনা এক আইনজীবী আদালতের নজরে এনে প্রয়োজনীয় আদেশ দেওয়ার আবেদন জানান।  
 
সোমবার (১৯ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিষয়টি আমলে না নিয়ে আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কে? সে যদি আসে তখন দেখা যাবে।

 
 
চিকিৎসককে হয়রানির করার অভিযোগ তুলে বিষয়টি আদালতের নজরে এনেছিলেন অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ।
 
গত ১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে পরিচয়পত্র ও মুভমেন্ট পাস নিয়ে বাগবিতণ্ডায় জড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।