ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রোববার ভার্চ্যুয়ালি জামিন পেয়ে কারামুক্ত ২৬৪২ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ১০, ২০২১
রোববার ভার্চ্যুয়ালি জামিন পেয়ে কারামুক্ত ২৬৪২ জন

ঢাকা: চলমান ‘লকডাউন’ এর মধ্যে সারাদেশের অধস্তন আদালতে রোববার (৯ মে) ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ২ হাজার ৬৪২ হাজতি। এ নিয়ে ১৯ কার্যদিবসে মোট ৩৩ হাজার ৮৫০ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

সোমবার (১০ মে) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে রোববার ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ৪৫০৪টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ২৬৪২ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া মোট ১৯ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৪৭০ জন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১০, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।